মাথার দাম ছিল ১ কোটি ১০ লাখ রুপি, শীর্ষ মাওবাদী কমান্ডারকে হত্যা করল ভারত

মাথার দাম ছিল ১ কোটি ১০ লাখ রুপি, শীর্ষ মাওবাদী কমান্ডারকে হত্যা করল ভারত

মাথার দাম ছিল ১ কোটি ১০ লাখ রুপি, শীর্ষ মাওবাদী কমান্ডারকে হত্যা করল ভারত

মাথার দাম ছিল ১ কোটি ১০ লাখ, শীর্ষ মাওবাদী কমান্ডারকে হত্যা করল ভারত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ওড়িশা রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী কমান্ডার গনেশ উইকেসহ (৬৯) ছয় বিদ্রোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যটির রম্ভা ফরেস্ট রেঞ্জে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হন। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উইকে ভারতের নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির উচ্চপদস্থ সদস্য ছিলেন। তার মাথার ওপর এক কোটি ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা ছিল।

ওড়িশার কান্ধমাল ও গঞ্জাম জেলার সীমান্তবর্তী রম্ভা বন এলাকায় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর টিমগুলোর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ইউকে নিহত হন। তার সঙ্গে দুই নারী বিদ্রোহীসহ আরও পাঁচজন নিহত হন।

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে দুটি ইনসাস রাইফেল এবং একটি থ্রিনটথ্রি রাইফেলসহ বেশ কিছু উন্নতমানের অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এই অভিযানকে কয়েক বছরের মধ্যে মাওবাদী বিদ্রোহের বিরুদ্ধে সবচেয়ে উল্লেখযোগ্য আঘাত বলে বিবেচনা করা হচ্ছে।

ভারত সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশটি থেকে মাওবাদী বিদ্রোহ নির্মূলের লক্ষ্য নিয়েছে। এই লক্ষ্যে দেশটির নিরাপত্তা বাহিনী মধ্যাঞ্চলীয় মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলোতে ব্যাপক অভিযান পরিচালনা করছে। এর আগে গত মে মাসে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব বাসবরাজ এবং নভেম্বরে শীর্ষ বিদ্রোহী কমান্ডার মাদভি হিদমাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed