মিলিটারি পুলিশের ৭ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত লেঃ জেনারেল ফয়জুর রহমান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ-এর ৭ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান।
আজ সোমবার সাভার সেনানিবাসে অবস্থিত কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিএন্ডএস)-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁর অভিষেক সম্পন্ন হয়।
নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট সিএমপিসিএন্ডএস প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক অভিবাদন ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কোর অব মিলিটারি পুলিশ-এর জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসারের মাধ্যমে তাঁকে ‘কর্নেল কমান্ড্যান্ট’ র্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে কোর অব মিলিটারি পুলিশ-এর সার্বিক উন্নয়ন, পেশাদারিত্ব বৃদ্ধি এবং সদস্যদের কর্মদক্ষতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে শৃঙ্খলা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
এই অভিষেক অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, কোর অব মিলিটারি পুলিশ-এর বিভিন্ন অধিনায়কসহ অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কোর অব মিলিটারি পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষা, আইন প্রয়োগ ও সামরিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং কর্নেল কমান্ড্যান্ট পদটি এই কোরের সর্বোচ্চ সম্মানজনক প্রথাগত নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।