ঋণের প্রলোভনে স্বজাতির নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রিন্সিপাল অফিসার নিক্সন চাকমা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

ঋণের প্রলোভনে স্বজাতির নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রিন্সিপাল অফিসার নিক্সন চাকমা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

ঋণের প্রলোভনে স্বজাতির নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রিন্সিপাল অফিসার নিক্সন চাকমা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

সোনালী ব্যাংক, রিজার্ভ বাজার শাখার প্রিন্সিপাল অফিসার অভিযুক্ত নিক্সন চাকমা।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে ঋণ নিতে গিয়ে স্বজাতির এক চাকমা সম্প্রদায়ের নারী সোনালী ব্যাংক ব্যাংক কর্মকর্তার লালসার শিকার হওয়ার পর দীর্ঘদিন ব্ল্যাকমেইলিং, মানসিক নির্যাতন ও অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ওই ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধর্ষণের ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী চন্দনা (ছদ্মনাম) চাকমা (৪২) গতকাল সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের ভিত্তিতে একই দিনে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

এজাহার অনুযায়ী, আর্থিক প্রয়োজনে সোনালী ব্যাংক রিজার্ভ বাজার শাখায় ঋণের জন্য গেলে ভুক্তভোগীর সঙ্গে ওই শাখার প্রিন্সিপাল অফিসার নিক্সন চাকমা (৪০)’র পরিচয় হয়। দ্রুত ঋণ অনুমোদনের আশ্বাস দিয়ে ২০২৪ সালের ৮ নভেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। ওই সময় আসামি ভুক্তভোগীর স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, প্রথম ঘটনার পর থেকে প্রায় ১৫ থেকে ২০ দিন পরপর ‘জাঙ্গি’ নামের একটি অ্যাপের মাধ্যমে ধারণকৃত ভিডিও ও ছবি পাঠিয়ে ভুক্তভোগীকে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দেওয়া হতো। একই সঙ্গে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন মানসিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ২০ ডিসেম্বর ২০২৫ বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে আসামি নিক্সন চাকমার স্ত্রী অনুরাধা চাকমা (৩৭) এসএমএসের মাধ্যমে জানান যে, তাদের কাছে ধর্ষণের ভিডিও ও ছবি রয়েছে। প্রথমে এক লাখ ৫০ হাজার টাকা এবং পরে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এজাহারে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেওয়ায় আসামিরা ফেসবুক-মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে দেয়।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা নম্বর-১৫ (তারিখ ২৯/১২/২০২৫) হিসেবে এবং জিআর নম্বর-১৩৩ হিসেবে মামলা রুজু করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নিক্সন চাকমার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার জবাবে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে লেখেন, “দাদা, কথা বলার মতো অবস্থায় নেই।”

অন্যদিকে, বিষয়টি সম্পর্কে জানতে সোনালী ব্যাংক রাঙামাটি শাখায় গেলে কর্তব্যরত ব্যাংক ম্যানেজার জানান, তিনি এ অভিযোগের বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, নিক্সন চাকমা একজন ভালো ও বিচক্ষণ কর্মকর্তা হিসেবে পরিচিত। এক প্রশ্নের জবাবে ম্যানেজার জানান, নিক্সন চাকমা দুই দিনের ছুটি নিয়েছিলেন, যা সোমবার শেষ হয়েছে। মঙ্গলবার তিনি পারিবারিক কারণ দেখিয়ে পুনরায় ছুটির জন্য আবেদন জমা দিয়েছেন।

প্রসঙ্গত, প্রসঙ্গত, পার্বত্য এলাকায় যখন পাহাড়ি কর্তৃক পাহাড়ি অর্থাৎ স্বজাতির নারীর ওপর ধর্ষণ, যৌন সহিংসতা ও ব্ল্যাকমেইলিংয়ের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়, তখন একটি নির্দিষ্ট শ্রেণির কথিত মানবাধিকার কর্মী ও পাহাড়ি আঞ্চলিত সংগঠনগুলোর নীরবতা বারবার প্রশ্নের মুখে পড়ছে। অভিযোগ রয়েছে, এসব ঘটনায় তারা প্রকাশ্যে প্রতিবাদ তো দূরের কথা, অনেক ক্ষেত্রে রহস্যজনকভাবে চুপ থেকে এক ধরনের মৌন সমর্থনের অবস্থান নেয়। ফলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন এবং অপরাধীরা আরও উৎসাহিত হয়। সচেতন মহলের মতে, মানবাধিকার রক্ষার দাবি যদি সত্যিই সার্বজনীন হয়, তবে অপরাধীর পরিচয় যাই হোক না কেন—স্বজাতি হলেও—এর বিরুদ্ধে সমানভাবে সোচ্চার হওয়াই মানবাধিকারের প্রকৃত পরীক্ষা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed