বাংলাদেশ সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারি করল মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলা প্রশাসন

বাংলাদেশ সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারি করল মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলা প্রশাসন

বাংলাদেশ সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারি করল মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলা প্রশাসন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি এবং সীমান্ত দিয়ে অনাকাঙ্ক্ষিত উপাদান অনুপ্রবেশের ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলায় বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। জেলার জেলা ম্যাজিস্ট্রেট মেরি লিসা কে. মারাক, এমসিএস, এক নির্দেশে এই কারফিউ আরোপ করেন।

জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৩ ধারার আওতায় আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইন থেকে ২০০ মিটার পর্যন্ত এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলো বিশেষ করে রাতের বেলায় অবৈধ অনুপ্রবেশ, সশস্ত্র গোষ্ঠীর চলাচল, চোরাচালান চক্র এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতি মোকাবিলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কারফিউ চলাকালে সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ বা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পাঁচজন বা তার বেশি মানুষের অননুমোদিত জমায়েত, লাঠি, রড, পাথর বা অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য কোনো বস্তু বহন করাও নিষিদ্ধ থাকবে। এছাড়া গবাদিপশু, চোরাচালানি পণ্য, সুপারি, পানপাতা, মাছ, শুকনো মাছ, সিগারেট, বিড়ি ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পাচারের মতো সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট জানান, পরিস্থিতির জরুরি প্রয়োজন বিবেচনায় একতরফাভাবে (এক্স পার্টে) এই নির্দেশ জারি করা হয়েছে। জেলার সব সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা সংস্থাকে আদেশটি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যে নিরাপত্তা জোরদারে প্রশাসনিক নজরদারি ও বিধিনিষেধ বাড়ানো হয়েছে, যার অংশ হিসেবেই পশ্চিম গারো পাহাড় জেলায় এই রাত্রীকালীন কারফিউ জারি করা হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed