কুমিল্লার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে এক কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের উপস্থিতিতে ব্যাটালিয়নের এ্যাডজুটেন্টের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালানো হয়।
রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে চালানো ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল এবং ফুচকা তৈরির সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।