ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার রঘুরামপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দ করা এসব শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, ‘সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে।

এরই ধারাবাহিকতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।