বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় দুপুর আনুমানিক ১২টা নাগাদ একটি টহল দল অভিযান পরিচালনা করে। সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে পরিচালিত এ টহল দল বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধভাবে কাটা গাছের গুড়ি ও কাঠের টুকরা ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোট ৩৫৬ দশমিক ৭৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হন।
বিজিবি জানায়, উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৯১ হাজার ৯২৫ টাকা। জব্দকৃত কাঠ বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে অবৈধ কাঠ ও অন্যান্য পণ্য চোরাচালানের চেষ্টা করছে।
জোন অধিনায়ক আরও জানান, এসব চোরাচালান কার্যক্রম দমনে মারিশ্যা জোনের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি নিয়মিত ও আভিযানিক টহল কার্যক্রম চালু রাখা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বনজ সম্পদ পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।