দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, মোদিকে ওয়াইসি

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, মোদিকে ওয়াইসি

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, মোদিকে ওয়াইসি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় তিনি এ বক্তব্য দে

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণের কাছে বিজেপি সরকার দাবি করছে যে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে। এমন প্রসঙ্গ টেনে কটাক্ষ করে ওয়াইসি বলেন, তাহলে দিল্লিতে বসে থাকা মোদি জির বোনকেও বাংলাদেশে পাঠানো হোক। তার এই বক্তব্যে সমাবেশে উপস্থিতরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান।

ওয়াইসি উপস্থিত জনতাকে স্লোগান দিতে আহ্বান জানিয়ে বলেন, যদি তারা চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, তবে ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলুন। জবাবে জনতা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। এরপর তিনি সরাসরি মোদিকে উদ্দেশ্য করে বলেন, এই আওয়াজ শুনুন, তাকে নিয়ে যান, তাকে বের করে দিন, বাংলাদেশে পৌঁছে দিন।

এর আগেও ওয়াইসি বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য ভারতের সমালোচনা করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও আরজেডি বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে।

জবাবে ওয়াইসি বলেন, মোদির দাবি অনুযায়ী যদি বাংলাদেশিদের প্রশ্ন ওঠে, তবে দিল্লিতে থাকা বাংলাদেশ থেকে আসা এক ‘বোন’-কেও পাঠানো হোক। তিনি বলেন, সীমাঞ্চল অঞ্চলে তাকে নিয়ে আসুন—আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। ওয়াইসির এই বক্তব্যে স্পষ্টভাবে শেখ হাসিনাকেই ইঙ্গিত করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *