ত্রিপুরায় এক বাংলাদেশি নাগরিক ও ভারতীয় দালাল আটক

ত্রিপুরায় এক বাংলাদেশি নাগরিক ও ভারতীয় দালাল আটক

ত্রিপুরায় এক বাংলাদেশি নাগরিক ও ভারতীয় দালাল আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া–কমলনগর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে আটক করেছে ত্রিপুরা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সোনামুড়া থানার পুলিশ সদস্যরা তাদের আটক করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানায়, আটক বাংলাদেশি নাগরিকের নাম মাইন উদ্দিন। তিনি বাংলাদেশের ফেনী জেলার জামালপুর এলাকার বাসিন্দা। অপরদিকে আটক ভারতীয় নাগরিক আনিক হোসেন, যিনি সোনামুড়া থানাধীন কমলনগর এলাকার বাসিন্দা এবং দালাল হিসেবে কাজ করছিলেন বলে পুলিশের সন্দেহ।

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশি নাগরিক মাইন উদ্দিনকে ভারতীয় দালাল অনিক হোসেনের সঙ্গে একসঙ্গে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অবৈধ চলাচল সহজ করতে অনিক হোসেন সহায়তা করছিলেন।

ঘটনার পর সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তারা কী উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটক দুজনকেই শনিবার (৪ জানুয়ারি) সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *