রাজধানীর ভাষানটেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

রাজধানীর ভাষানটেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

রাজধানীর ভাষানটেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর ভাষানটেকে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র ও গুলিসহ মো. সুমন (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন (৪৫) নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় একটি পিস্তল, ২টি রিভলবার, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *