ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: চোরাচালানি মালামাল ও সিএনজিসহ মিয়ানমারের নাগরিক আটক

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: চোরাচালানি মালামাল ও সিএনজিসহ মিয়ানমারের নাগরিক আটক

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: চোরাচালানি মালামাল ও সিএনজিসহ মিয়ানমারের নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল, একটি সিএনজি অটোরিকশা এবং মিয়ানমারের এক নাগরিকসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ৩৭-এর আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেইটসংলগ্ন সড়কে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন প্রকার বাংলাদেশি চোরাচালানি মালামাল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের মংডু জেলার বাসিন্দা আয়ে জান তুন-এর ছেলে নে জাও (৩৮) এবং বাংলাদেশের নাগরিক, ঘুমধুম বাইশফাঁড়ী এলাকার বাসিন্দা কালাইয়া তংচংগ্যার ছেলে ছৈপুচিং তংচংগ্যা (২০)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা ও চোরাচালানি মালামালসহ আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিজিবি কেবল সীমান্তের নিরাপত্তা রক্ষাই নয়, মাদক, চোরাচালান এবং সীমান্তবর্তী অপরাধ দমনে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে ধারাবাহিকভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ, আস্থা ও স্বস্তি বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *