মেঘালয়ে মাটিচাপা অবস্থায় বিপুল পরিমাণ বিমানবিধ্বংসী গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলার সালমানপাড়া ও আম্পাটি থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন জীবিত বিমানবিধ্বংসী গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ জানুয়ারি সালমানপাড়া থানার আওতাধীন সানতোগ্রে গ্রামের কাছে একটি বাঁশঝাড় এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫৫ রাউন্ড সন্দেহভাজন জীবিত বিমানবিধ্বংসী গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গোলাবারুদ স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোলাবারুদগুলোর উৎস নির্ধারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের ধরতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে পুলিশ। অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং বিশ্বাসযোগ্য তথ্যের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।