পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, টহল কার্যক্রম জোরদার

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, টহল কার্যক্রম জোরদার

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, টহল কার্যক্রম জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বিজিবির এ অভিযানে সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অপরাধ ও সহিংস কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল পানছড়ি উপজেলার আমতলী যাত্রী ছাউনির আশপাশ এলাকায় এ অভিযান পরিচালনা করে। গোপন নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।

বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল এবং ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব দেশীয় অস্ত্র এলাকায় সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিওপিতে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্রের চলাচল রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *