প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়িচালককে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আটক ব্যক্তির নাম মাহবুব হোসেন। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে পূর্বে দায়িত্ব পালন করতেন।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার সঙ্গে মাহবুবের সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে র‍্যাব গ্রেপ্তার করেছে।

পরে রাতেই মাহবুব হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে, বিল্লাল–মাহবুব চক্র প্রশ্নপত্র ফাঁসের আশ্বাস দিয়ে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ আদায় করছিল।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন। পরে নির্দিষ্ট স্থানে তাকে আটক করা হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, যৌথ বাহিনী একজনকে আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে হেফাজতে পায়নি।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *