ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়িসহ দুই ভাই গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়িসহ দুই ভাই গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়িসহ দুই ভাই গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ দুই ভাইকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী দক্ষিণ চকবস্তা গ্রামে চোরাচালানবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান চালিয়ে শাড়িসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আনোয়ার হোসেন (৩২) ও মো. মনির হোসেন। তারা কসবা উপজেলার দক্ষিণ চকবস্তা গ্রামের ধন মিয়ার ছেলে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দক্ষিণ চকবস্তা এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ দুই ভাইকে আটক করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় শাড়িগুলো আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *