আরব সাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আরব সাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আরব সাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উত্তর আরব সাগরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দিল পাকিস্তান নৌবাহিনী। শনিবার(১০ জানুয়ারি) এক বিশেষ অভিযানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ‘এলওয়াই-৮০ (এন)’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি আকাশপথে থাকা লক্ষ্যবস্তুকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। খবর দ্য ডনের।

নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে এই মহড়ায় প্রচলিত সমরাস্ত্রের পাশাপাশি আধুনিক ড্রোন প্রযুক্তিরও ব্যবহার করা হয়। উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা বা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি মূলত শত্রু যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং ড্রোন রুখে দিতে সক্ষম। এই পরীক্ষার মাধ্যমে আরব সাগরে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও এক ধাপ শক্তিশালী হলো বলে মনে করা হচ্ছে।

চীনের তৈরি এলওয়াই-৮০ (এন) ক্ষেপণাস্ত্রটি ৪ থেকে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার মিটার উচ্চতা পর্যন্ত যেকোনো উড়ন্ত বস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। আধুনিক রাডার প্রযুক্তি ব্যবহারের ফলে এটি প্রতিকূল আবহাওয়ায়ও সমান কার্যকর। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এই মহড়াটি সশরীরে পর্যবেক্ষণ করেন এবং অফিসারদের পেশাদারিত্বের প্রশংসা করেন।

ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এবারের মহড়ায় সামুদ্রিক ড্রোনসহ বেশ কিছু গোপন অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, এই ড্রোনগুলো উচ্চ-গতির কর্মক্ষমতা এবং দীর্ঘস্থায়িত্বের প্রমাণ দিয়েছে। পাকিস্তানের সমুদ্রসীমা রক্ষা এবং জাতীয় সামুদ্রিক স্বার্থ নিশ্চিত করতে নৌবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান নৌপ্রধান। আরব সাগরে পাকিস্তানের এই শক্তি প্রদর্শন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন বার্তা দিচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *