আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন, প্রেসক্লাবে তালা
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত আলীকদম বাজারস্থ উপজেলা প্রেসক্লাবের সামনে সড়কের ওপর আলীকদম উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—নুরুল ছফা ভুইয়া বাবু (দৈনিক দিনকাল), মোস্তাইম বিল্লাহ (দৈনিক আজকের বাংলা), তাওহিদুল ইসলাম মাহমুদ (সভাপতি, আলীকদম সাংবাদিক ফোরাম), মো. শাহেদ (দৈনিক নিউজ ২৪), নোমান হোসেন (দৈনিক যুগান্তর), আতিকুর রহমান (দৈনিক প্রভাতী বাংলাদেশ), মো. হাসান (দি এশিয়ান এইজ), মো. জয়নাল (দৈনিক আজকালের কণ্ঠ), হাবিবুর রহমান হিমন (দৈনিক বিজয় টিভি), রাসেল মজুমদার (দৈনিক আমার সংবাদ), ইমতিয়াজ উদ্দিন বাবু (দৈনিক হিমছড়ি), সুজন চৌধুরী (দৈনিক কালবেলা), মেহেদী হাসান রানা (সাইবার হিল ও দৈনিক জনকণ্ঠ), সুশান্ত কান্তি তংচঙ্গ্যা (দৈনিক কালেরকণ্ঠ), মাহফুজুর রহমান মোরশেদ (দৈনিক প্রবাহ নিউজ), আরাফাতুল ইসলাম (রেড জুলাই) ও ছাত্র আন্দোলনের সভাপতি সহ মোট ১৫–২০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আলীকদম উপজেলা প্রেসক্লাব বর্তমানে আর একটি পেশাজীবী সাংবাদিক সংগঠন হিসেবে পরিচালিত হচ্ছে না। এটি দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিকেন্দ্রিক, স্বেচ্ছাচারী ও ভয়ভীতি নির্ভর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বর্তমান সভাপতি মো. মমতাজ উদ্দিন প্রায় ২৭ বছর ধরে কোনো নির্বাচন, সাধারণ সভা কিংবা নিয়মিত সদস্য অন্তর্ভুক্তি ছাড়াই প্রেসক্লাবকে এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন, যা সংগঠনের গঠনতন্ত্র, গণতান্ত্রিক চর্চা ও সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের আর্থিক অনিয়ম, একনায়কতান্ত্রিক পরিচালনা, সাংবাদিকদের উপর নিপীড়ন এবং ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে আলীকদম উপজেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে প্রতিবাদস্বরূপ সাংবাদিকরা আলীকদম উপজেলা প্রেসক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা জানান, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।