মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: ৩০০ পরিবারে শীতবস্ত্র, ৩৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: ৩০০ পরিবারে শীতবস্ত্র, ৩৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: ৩০০ পরিবারে শীতবস্ত্র, ৩৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় এই মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতপ্রবণ পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

কর্মসূচির আওতায় শীতার্ত ও অসহায় ৩০০টি পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়।

একই সঙ্গে মাটিরাঙ্গা সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবীর নেতৃত্বে প্রায় ৩৫০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়, যা দুর্গম এলাকার মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দেয়।

মানবিক এই কর্মসূচিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ হোসেন, মেজর গাফ্ফারুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় নয়, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কল্যাণেও সর্বদা নিবেদিত। এ অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সুসম্পর্ক বিদ্যমান, তা অত্যন্ত প্রশংসনীয়। এই বন্ধন অটুট রাখতে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ ও শীতবস্ত্র পেয়ে উপকারভোগী সাধারণ মানুষ মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন মানবিক সহায়তা তাদের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আনছে এবং সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা আরও দৃঢ় করছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, শান্তি, নিরাপত্তা ও মানবিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইতিবাচক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *