ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন: আসামের মুখ্যমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
হিজাব পরা কোনো নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন- এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির এমন বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বাক্বিতণ্ডায় জড়িয়েছেন তিনি ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ওয়াইসির মন্তব্যের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা নেই। তবে তিনি দাবি করেন, ভারত একটি হিন্দু জাতি ও হিন্দু সভ্যতা, তাই ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন- এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।
এ বিষয়ে বিজেপির এক মুখপাত্রও কড়া প্রতিক্রিয়া জানান। তিনি ওয়াইসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আগে এআইএমআইএমে হিজাব পরা কোনো নারীকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক, তারপর এমন স্বপ্ন দেখানো উচিত।
এর আগে মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী সভায় ওয়াইসি ভারতের সংবিধানের অন্তর্ভুক্তিমূলক চরিত্র তুলে ধরে বলেন, পাকিস্তানের সংবিধানে নির্দিষ্ট ধর্মের মানুষই প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারতের সংবিধান এমন কোনো বিধিনিষেধ আরোপ করে না। আম্বেদকর প্রণীত সংবিধান অনুযায়ী, যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মেয়র হতে পারেন। সেই প্রেক্ষাপটেই তিনি বলেন, তার স্বপ্ন একদিন হিজাব পরা কোনো নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।