বান্দরবানে অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: মানবিক সহায়তায় উপকৃত শতাধিক পরিবার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের উদ্যোগে এক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বান্দরবান রিজিয়নের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত অসহায় জনগোষ্ঠীর মাঝে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির আওতায় খাদ্য, বাসস্থান, শিক্ষা, আত্মকর্মসংস্থান ও সামাজিক সহায়তা—সব মিলিয়ে বহুমাত্রিক মানবিক সহায়তা প্রদান করা হয়।

রিজিয়ন সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কার্পেট বিতরণ করা হয়। পাশাপাশি গৃহহীন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে সহায়তার জন্য ডেউটিন প্রদান করা হয়। কন্যা দায়গ্রস্ত পরিবারগুলোর আর্থিক চাপ লাঘবে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এছাড়াও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

স্থানীয় হাতিভাঙ্গা পাড়া আশ্রয়ন সমিতিকে সংগঠন পরিচালনা ও সামাজিক কার্যক্রম জোরদারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে ৮টি অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য—চাল, ডাল, তেল, চিনি ও আলু বিতরণ করা হয়।
শীত মৌসুম বিবেচনায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা দরিদ্র ও দুর্গম এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় অনেক পরিবার দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও নানা সংকটে জীবনযাপন করছে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি অসহায় জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগকে পার্বত্য অঞ্চলের মানুষের জন্য আশার আলো হিসেবে উল্লেখ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।