এয়ার অ্যান্ড স্পেস শক্তি গবেষণায় নতুন অধ্যায়, যাত্রা শুরু BCASPS-এর

এয়ার অ্যান্ড স্পেস শক্তি গবেষণায় নতুন অধ্যায়, যাত্রা শুরু BCASPS-এর

এয়ার অ্যান্ড স্পেস শক্তি গবেষণায় নতুন অধ্যায়, যাত্রা শুরু BCASPS-এর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে BCASPS এবং এর ওয়েবসাইট www.bcasps.org উদ্বোধন করেন।

এয়ার অ্যান্ড স্পেস শক্তি গবেষণায় নতুন অধ্যায়, যাত্রা শুরু BCASPS-এর

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার মৌলিক ভিত্তি। পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ সুরক্ষায় বিমান ও মহাকাশ—উভয় ক্ষেত্র সম্পর্কে একটি সমন্বিত, সুস্পষ্ট ও সময়োপযোগী ধারণা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ে গবেষণায় নিবেদিত একটি স্বাধীন থিঙ্ক ট্যাংক হিসেবে BCASPS-এর যাত্রা শুরুর বিষয়ে দৃঢ় আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন।

এয়ার অ্যান্ড স্পেস শক্তি গবেষণায় নতুন অধ্যায়, যাত্রা শুরু BCASPS-এর

অনুষ্ঠানে BCASPS-এর ভিশন তুলে ধরা হয়, যেখানে বলা হয়—বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণে সহায়তা প্রদান এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে জাতীয় সচেতনতা গড়ে তোলা এবং নীতিনির্ধারণে পরামর্শ প্রদানকারী একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে BCASPS প্রতিষ্ঠিত হতে চায়।

সংশ্লিষ্টরা জানান, BCASPS-এর যাত্রা একটি সময়োপযোগী ও ভবিষ্যতমুখী উদ্যোগ, যা জাতীয় নিরাপত্তা, সশস্ত্র বাহিনী এবং বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এয়ার অ্যান্ড স্পেস শক্তি গবেষণায় নতুন অধ্যায়, যাত্রা শুরু BCASPS-এর

এ উদ্যোগকে এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ে বাংলাদেশের কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক অধ্যাপক শাহাব এনাম খান “Modernizing Airpower in a Changing Indo-Pacific: Strategic Rationale, Technological Shifts, and National Security Implications for Bangladesh” শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর প্রবন্ধে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত ভূ-কৌশলগত বাস্তবতা, প্রযুক্তিগত রূপান্তর এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব বিশ্লেষণ করা হয়।

এয়ার অ্যান্ড স্পেস শক্তি গবেষণায় নতুন অধ্যায়, যাত্রা শুরু BCASPS-এর

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, এফএসডিএস ও ওসিপিএএসএস-এর চেয়ারম্যান, বিমরাড-এর মহাপরিচালক, একাডেমিসিয়ান ও গবেষকগণ, BCASPS-এর গভর্নিং বডির সদস্যবৃন্দসহ আমন্ত্রিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আকাশ ও মহাকাশভিত্তিক নিরাপত্তা ও কৌশলগত চিন্তায় গবেষণা ও নীতিনির্ধারণে সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে BCASPS-এর যাত্রা ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীসহ জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *