এয়ার অ্যান্ড স্পেস শক্তি গবেষণায় নতুন অধ্যায়, যাত্রা শুরু BCASPS-এর
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে BCASPS এবং এর ওয়েবসাইট www.bcasps.org উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার মৌলিক ভিত্তি। পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ সুরক্ষায় বিমান ও মহাকাশ—উভয় ক্ষেত্র সম্পর্কে একটি সমন্বিত, সুস্পষ্ট ও সময়োপযোগী ধারণা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ে গবেষণায় নিবেদিত একটি স্বাধীন থিঙ্ক ট্যাংক হিসেবে BCASPS-এর যাত্রা শুরুর বিষয়ে দৃঢ় আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে BCASPS-এর ভিশন তুলে ধরা হয়, যেখানে বলা হয়—বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণে সহায়তা প্রদান এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে জাতীয় সচেতনতা গড়ে তোলা এবং নীতিনির্ধারণে পরামর্শ প্রদানকারী একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে BCASPS প্রতিষ্ঠিত হতে চায়।
সংশ্লিষ্টরা জানান, BCASPS-এর যাত্রা একটি সময়োপযোগী ও ভবিষ্যতমুখী উদ্যোগ, যা জাতীয় নিরাপত্তা, সশস্ত্র বাহিনী এবং বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগকে এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ে বাংলাদেশের কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক অধ্যাপক শাহাব এনাম খান “Modernizing Airpower in a Changing Indo-Pacific: Strategic Rationale, Technological Shifts, and National Security Implications for Bangladesh” শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর প্রবন্ধে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত ভূ-কৌশলগত বাস্তবতা, প্রযুক্তিগত রূপান্তর এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব বিশ্লেষণ করা হয়।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, এফএসডিএস ও ওসিপিএএসএস-এর চেয়ারম্যান, বিমরাড-এর মহাপরিচালক, একাডেমিসিয়ান ও গবেষকগণ, BCASPS-এর গভর্নিং বডির সদস্যবৃন্দসহ আমন্ত্রিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আকাশ ও মহাকাশভিত্তিক নিরাপত্তা ও কৌশলগত চিন্তায় গবেষণা ও নীতিনির্ধারণে সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে BCASPS-এর যাত্রা ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীসহ জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।