খাগড়াছড়িতে বন্যপ্রানীসহ আটক ৩, ভ্রাম্যমান আদালতে জরিমানা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বন্যপ্রানীসহ আটক ৩, ভ্রাম্যমান আদালতে জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে বন্যপ্রানী তক্ষকসহ তিন ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গত ২৩ মার্চ সোমবার সন্ধ্যা আনুমানিক জেলা সদরের নুনছড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থানার এস আই জাহিদ এর নেতৃত্বে পুলিশের একটি দল নুনছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফিরোজ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৪৫) ও মোঃ আলমগীর হোসেন (৪৮) নামের তিন তক্ষক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এসময় তাদের আরেক সহযোগী পালিয়ে যায়।

আটককৃত মোহাম্মদ ফিরোজের বাড়ি পানছড়ি, মোঃ শহিদুল ইসলামের বাড়ি দীঘিনালা ও মোঃ আলমগীর হোসেন চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুর নাহার আটককৃতদের বন্য প্রাণী আইনে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট পনেরো হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার সতর্কতা দেন।