সামাজিক দূরত্ব নিশ্চিত ও বাজার নিয়ন্ত্রনে রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান - Southeast Asia Journal

সামাজিক দূরত্ব নিশ্চিত ও বাজার নিয়ন্ত্রনে রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন বাজারে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনগনকে সচেতন করার পাশাপাশি স্থানীয় এক দোকানদার মেয়াদবিহীন মালামাল বিক্রি করার দায়ে ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (০৪ মে) সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত রাজস্থলী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছাদেক অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ ছাদেক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাব থেকে আত্মরক্ষার্থে উপজেলার প্রত্যেকটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব বজায় রাখা, নিত্যপণ্যের বাজার মনিটরিং কার্যক্রম এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজস্থলী উপজেলার বিভিন্ন বাজারএলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাজস্থলী ক্যাম্পের ক্যাপ্টেন দেবাশিষ, অফিসার ইনচার্জ মফজল আহামদ খান রাজস্থলী থানা।

You may have missed