হাতকড়াসহ হাসপাতাল থেকে পালানো চাকমা যুবককে পুনরায় পানছড়ি থেকে আটক - Southeast Asia Journal

হাতকড়াসহ হাসপাতাল থেকে পালানো চাকমা যুবককে পুনরায় পানছড়ি থেকে আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়িতে এক বাঙ্গালী বাড়িতে চুরি করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার এরাকো চাকমা নামের এক যুবককে থানা পুলিশ কর্তৃক আটক করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করার পর হাসপাতাল থেকে পুলিশি প্রহরা ভেদ করে হাতকড়াসহ পালানোর পর তাকে পুনরায় জেলার পানছড়ি থেকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

৭মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের রাবার ড্যাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও ওয়ান আব্দুস সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, গত ৬ মে ভোর রাতে জেলার পানছড়ির আইয়ুব নগরের আব্দুর রহিম মিয়ার বাড়িতে চুরি করতে গিয়ে একই উপজেলার মানিক্কা পাড়ার বাসিন্দা আবোদা চাকমার ছেলে এরাকো চাকমা হাতেনাতে ধরা পড়ে। এ সময় আব্দুর রহিম মিয়ার চিৎকারে এলাকার লোকজন এসে গণধোলাই দিলে এরাকো চাকমা আহত হয়। এরপর তাকে পুলিশ প্রহরায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, একইদিন ভোরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামি এরাকো চাকমা পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনার সাথে সাথে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে তাৎক্ষনিক ক্লোজ হয়েছে।