পার্বত্য তিন জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা বাড়লেও নেই করোনা টেস্ট ল্যাব
![]()
নিউজ ডেস্ক
করোনা সংক্রমণের সাথে সাথে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বেড়েছে নমুনা সংগ্রহ। কিন্তু পরীক্ষার ফলাফল পেতে সময় লাগছে সাত থেকে দশদিন পর্যন্ত। তাতে উদ্বেগ বাড়ছে জনমনে। করোনা পরীক্ষার ফলাফল দ্রুত পেতে দাবি উঠেছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় আলাদা ল্যাব স্থাপনের।
খাগড়াছড়িতে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ে গত ২৯ এপ্রিল। নারায়নগঞ্জ থেকে আসা এই ব্যক্তি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নমুনা দেন পরীক্ষার জন্য। যার ফলাফল পেতে লেগে যায় সাতদিন।
শুধু তিনিই নন, তার সাথে থাকা অন্যদের নমুনা পরীক্ষার ফলাফল পেতেও সময় লেগেছে সপ্তাহের কাছাকাছি। এভাবে দীর্ঘ সময় লাগায় স্থানীয়দের মাঝে বেড়েছে উদ্বেগ।
সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে হলে তিন পার্বত্য জেলার নমুনা পরীক্ষার জন্য দরকার আলাদা ল্যাব। এমনটাই মনে করেন নাগরিক সমাজ। খাগড়াছড়ির নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামে, তাতে নানা সীমাবদ্ধতার কথা বলছেন সিভিল সার্জন।
জেলায় গত বুধবার (৬ মে) পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় ২৬৫ জনের। আর ফলাফল পাওয়া গেছে ১৪০ জনের।