ধর্মীয় রীতি ও রাজপ্রথা মেনে বান্দরবানের ১৭তম বোমাং রাণীর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
নিউজ ডেস্ক
বান্দরবানে ধর্মীয় রীতি ও রাজপ্রথা অনুসরণ করে ১৭তম বোমাং রাজার উ চ প্রু চৌধুরীর সহধর্মীণী রাণী ড. মাওয়ং প্রু’র শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
১৮মে সোমবার দুপুর ২টার দিকে ধর্মীয় রীতিনীতি ও রাজপ্রথায় অনুযায়ী রাণী ড. মা ওয়ং প্রু শেষকৃত্যানুষ্ঠান বান্দরবান মহা বৌদ্ধ শস্মানে সম্পন্ন করা হয়। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক গন জমায়েত এড়িয়ে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।
এসময় বোমাং রাজা উ চ প্রু, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ও রাজপরিবারের সদস্যরা শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন।
এর আগে, গত ১০মে রবিবার রাত সাড়ে ১১টার সময় জাদিপাড়া (ক্যাং মোড) এলাকাস্থ রাজবাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান। মৃত্যুকালে রাণীর বয়স হয়েছিল ৭৫বছর। রাণী ওয়াং প্রু এক রাজপুত্র ও এক রাজ কন্যার জননী ছিলেন।