রাত ১২টার পর থেকে বাহির থেকে খাগড়াছড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা - Southeast Asia Journal

রাত ১২টার পর থেকে বাহির থেকে খাগড়াছড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে একের পর এক বেড়েই চলছে করোনার সংক্রমণ। খাগড়াছড়িতে করোনার বিস্তার রোধে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। ঈদের ছুটিতে করোনার হটস্পট ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে থেকে আগত কোনো ব্যক্তিকে খাগড়াছড়িতে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। আগামী ১৯ মে রাত ১২টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে।

জেলায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে জেলার তিনটি প্রবেশ পথ (মানিকছড়ি, রামগড় ও মহালছড়ি ) বন্ধ থাকবে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় করোনার সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পরে গত শুক্রবার (১৫ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

একইসাথে জরুরি প্রয়োজন ছাড়া কেউ এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করতে পারবে না মর্মে আদেশ জারি করা হয়। দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি ও মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি জেলা সদরে প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় চেকপোস্ট বসানো হবে বলে জানা গেছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, করোনার সংক্রমণ রোধে জেলায় বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবার আন্তরিক সহায়তা চান তিনি।