গুইমারায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক ক্ষতিগ্রস্ত আনারস চাষীকে সেনাবাহিনীর অর্থ সহায়তা - Southeast Asia Journal

গুইমারায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক ক্ষতিগ্রস্ত আনারস চাষীকে সেনাবাহিনীর অর্থ সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

সম্প্রতি খাগড়াছড়ির গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার আনারস চাষী ডালিম খাঁ’র পাকা আনারস বাগান কেটে দিয়েছিল প্রসীত পন্থি ইউপিডিএফ সন্ত্রাসীরা। ফলজ বাগান হারিয়ে অসহায় হয়ে পড়া সেই ক্ষতিগ্রস্ত চাষীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সেনাবাহিনী।

সোমবার (১ জুন) দুপুর ১২টায় গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার আনারস চাষী হাতিমুড়ার মো. ইউনুছ খাঁ’র ছেলে ডালিম খাঁ’র জমিতে গিয়ে তার হাতে নগদ অর্থ তুলে দেন গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবির ও মানিকছড়ি সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন মো. ফয়সাল মাহমুদ শুভ।

এ সময় গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতা মো. রুস্তম আলী তালুকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সম্প্রতি ডালিম খাঁ’র সৃজিত ৩০শতক জমির পাকা আনারস বাগান কেটে ফেলে সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে বাৎসরিক চাঁদা পরিশোধ না করায় সৃজিত আনারস বাগানে এ ধ্বংসযজ্ঞ চালিছে ইউপিডিএফ। তাদের নির্মম তান্ডবে কৃষক ডালিমের প্রায় ২লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ফলে আর্থিক সংকট দূরীকরণে আজ সেনা সদস্যরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে হাজির হন।