খাগড়াছড়ির মানিকছড়িতে এক উপজাতি বৃদ্ধের লাশ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মরাডলু গ্রামের নির্জন জঙ্গল থেকে উলাইউ মারমা (৬০) নামের এক বৃদ্ধের মাথার চুল কামানো ও ক্ষত-বিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৪ঠা জুন) বিকালে লাশটি উদ্ধার করা হয়।
মানিকছড়ি থানা সূত্রে জানা গেছে, উপজেলার মরাডলু গ্রামের উজানে উলাইউ মারমা (৬০) গত ১লা জুন বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ৪ঠা জুন বিকালে বাড়ির অদূরে জঙ্গল থেকে পঁচা গন্ধ পেয়ে লোকজন সেখানে গিয়ে উলাইউ মারমার ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায়। পরে লোকজন পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে সন্ধ্যায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন ও এসআই মোঃ শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (আমির হোসেন) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।