রাঙামাটিতে মদ্যপ স্বামীকে হত্যা, স্ত্রী আটক
 
নিউজ ডেস্ক
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মহাজন পাড়ায় মদ্যপ স্বামী চিংসুইউ মারমাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী পুুলুমা মারমা। এ ঘটনায় আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলুমা মারমা এসব তথ্য জানিয়ে দায়ও স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গত রোববার (১৪ জুন) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনার ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান- মহাজন পাড়ার মারমার সম্প্রদায়ের নারী পুলুমা মারমা (৪০) এর সাথে তার স্বামী চিংসুইউ মারমা (৫০) সাথে মদ্যপান নিয়ে প্রায়ই ঝগড়া লাগতো। পুলুমা মদ্যপান করা পছন্দ করতেন না। রবিবার রাতে স্বামী মদ্যপান করায় ঝগড়ার এক পর্যায়ে পুলুমা বাঁশ দিয়ে পিটিয়ে তাকে হত্য করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও বিভিন্ন জায়গায় কেটে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে পুলুমা। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
