বান্দরবানে ৪শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা
 
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতিতে পার্বত্য জেলা বান্দরবানে ৪শতাধিক কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
সোমবার (১৫ জুন) বান্দরবান সদর উপজেলাা ক্রাইক্ষ্যং পাড়া, খানসামা পাড়া, উত্তর বালাঘাটা এবং রুমা উপজেলা সদরের বিভিন্ন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী নাহিদুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এখলাসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমনের পর থেকে বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার অসহায় দুস্থ পরিবারগুলো কর্মহীন হয়ে পড়ায় মানবেতর দিন যাপন করছে। কর্মহীন শ্রমজীবি পরিবারগুলোর সহায়তায় এগিয়ে এসেছে বিজিবি। দুস্থ অসহায় পরিবারগুলোর মাঝে চাল ডাল তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুর্গম পাহাড়ী এলাকাগুলোতে বিজিবির ক্যাম্প গুলো থেকেও জনগণের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সাহায্য অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
