তিন পার্বত্য জেলা সদর হাসপাতালে ৪৮টি অ‌ক্সি‌জেন সি‌লিন্ডার দিচ্ছে উন্নয়ন বোর্ড - Southeast Asia Journal

তিন পার্বত্য জেলা সদর হাসপাতালে ৪৮টি অ‌ক্সি‌জেন সি‌লিন্ডার দিচ্ছে উন্নয়ন বোর্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনা মহামারির বর্তমান সময়ে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের জেলা সদর হাসপাতালগুলোতে ১৬টি করে মোট ৪৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের ঘোষনা দি‌য়ে‌ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কি‌শোর ত্রিপুরা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। ‌তি‌নি জানান, অাগামী ২১ জুন অানুষ্টা‌নিকভা‌বে অ‌ক্সি‌জেন সি‌লিন্ডারগ‌ু‌লো সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের নিকট হস্তান্তর করা হবে। তিন পার্বত্য জেলার সাধারন জনগ‌ণের স্বাস্থ্য‌সেবা নি‌শ্চি‌তে এসব অ‌ক্সি‌জেন সি‌লিন্ডার দেয়া হ‌বে।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলার হাসপাতালগু‌লো‌তে অ‌ক্সি‌জেন সি‌লিন্ডারের সংকট থাকায় ক‌রোনা রোগী ছাড়াও শ্বাসকষ্টজ‌নিত ‌রোগী‌দের চি‌কিৎসা‌ সেবা দি‌তে হিম‌শিম খে‌তে হয় সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষকে।