রাঙামাটির সুবলং’এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নগদ অর্থ সহায়তা
 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলাধীন সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। সংগঠনটির পক্ষ হতে আজ (১৭ জুন) বুধবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিকেলে বরকল উপজেলাধীন সুবলংস্থ ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
এসময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় নেতা পূর্নাঙ্গ চাকমা ছাড়াও সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মধু মিলন চাকমা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালামসহ ক্ষতিগ্রস্থ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মোট ৫৮ পরিবার ও ব্যবসায়ীর হাতে নগদ দুই হাজার টাকা করে সহায়তা প্রদান করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় নেতা পূর্নাঙ্গ চাকমা।

উল্লেখ্য, গত ১৪ জুন রোববার বিকেল চারটার সময় বরকল উপজেলাধীন সুবলং বাজারে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে অন্তত অর্ধশত দোকান ও বসত ঘর পুড়ে গেছে এবং আরো পুড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে খবর পেয়ে প্রথমে সুবলং আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
