খাগড়াছড়ির দীঘিনালায় করোনা উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় করোনা উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক আনসার সদস্য মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকালে আনসার সদস্য আবদুস সাত্তারের (৫৫) তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তাৎক্ষনিক তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আবদুস সাত্তার দীঘিনালার ২৩ আনসার এর জামতলী ব্যাটালিয়নের নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চতুরাডঙ্গী এলাকায় এবং সে ১ পুত্র ও ২ কন্যা সস্তানের জনক বলে জানা যায়।

সূত্র মতে, আবদুস সাত্তার আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। গত ১ সপ্তাহ আগে সে ১৫ দিনের ছুটি কাটিয়ে ব্যাটালিয়ন সদরে যোগদান করে কোয়ারেন্টাইনে ছিলেন। পরে গত ১৭ জুন তার করোনা উপসর্গ দেখা দেয়। এরপর তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। তবে এখনো তার করোনা পরীক্ষার রিপোর্ট আসেনি।

এদিকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: তনয় তালুকদার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আনসার সদস্য’র মৃত্যুর বিষয়টি স্বীকার করেন।