খাগড়াছড়িতে দুর্বৃত্ত কর্তৃক বাঙালি কৃষকের ফলজ বাগান কেটে ফেলার অভিযোগ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে দুর্বৃত্ত কর্তৃক বাঙালি কৃষকের ফলজ বাগান কেটে ফেলার অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ১নং সদর ইউনিয়নে অজ্ঞাত দৃর্বৃত্ত কর্তৃক রাতের আঁধারে এক বাঙালি অসহায় কৃষকের বাগানের অন্তত ৭০টি ফলজ চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ২৬শে জুন শুক্রবার দিবাগতরাত আনুমানকি ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সূত্র মতে, উপজেলার ১নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুনছড়ি বাহাদুরপুর এলাকার বাঙালি কৃষক মোঃ শাহজাহান মিয়া (৬২) তার সরকারি কবুলিয়তের জায়গায় কিছুদিন পূর্বে বসতঘর ও বানিজ্যিক উদ্দেশ্যে তার নিজ জমিতে বেশকিছু ফলজ ও বনজ গাছে চারা রোপন করার সিদ্ধান্ত গ্রহন করেন। সেসময় পাশ্ববর্তী বকুল চাকমা, তেজেন্দ্র কার্বারী এবং জনি ত্রিপুরাসহ স্থানীয় কয়েকজন উপজাতি ব্যক্তি তাকে তার নিজ জমিতে চারা রোপনে বাঁধা প্রদান করে। কিন্তু তিনি তাদের বাঁধা উপেক্ষা করে নিজের জমিতে চারা রোপন অব্যাহত রাখেন। কিন্তু চারা রোপনের মাত্র কয়েকদিন পর রাতের আঁধারে দুর্বৃত্তরা তার বাগানের ৭০টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, ‘ফলজ বাগানে চারা রোপনের সময় বকুল চাকমা, তেজেন্দ্র কার্বারী এবং জনি ত্রিপুরাসহ স্থানীয় কয়েকজন উপজাতি ব্যক্তি চারা রোপনে বাঁধা প্রদান করে। কিন্তু এরপরেও আমি আমার বাগানে চারা রোপন করি। কিন্তু সকালে বাগানে গিয়ে দেখি আমার বাগানের অধিকাংশ চারা গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে।’ মোঃ শাহজাহান মিয়ার ধারণা উপরোক্ত ব্যক্তিরাই তার বাগানের চারা গাছ কেটে ফেলার সাথে সম্পৃক্ত।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, এ বিষয়ে তিনি শুনেছেন, তবে কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ আসলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।