পানছড়িতে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩ ইউপিডিএফ (প্রসীত) চাঁদাবাজ আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অভিযান চালিয়ে প্রসীত পন্থি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের ৩ চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
গত ১লা জুলাই বুধবার সকালে পানছড়ির পুঁজগাং থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই, নোট বইসহ গুরুত্বপূর্ণ আলামত পায় নিরাপত্তাবাহিনী।
আটককৃত প্রধান চাঁদা কালেক্টর প্রদীপময় চাকমা (৪৫) মহালছড়ি উপজেলার কিয়াংঘাট ইউপির যাদুগানালা এলাকার মৃত হিরন্ময় চাকমার ছেলে, সহকারী কালেক্টর মন্টু চাকমা ওরফে সুশীল (৩৮), পানছড়ির উল্টাছড়ি ইউপির বাবুরো পাড়ার সারদা চাকমার ছেলে ও সশস্ত্র গ্রুপের সদস্য গরীবময় চাকমা ওরফে কয়েন (৩৫) অক্ষয় পাড়ার সুখ্যা চাকমার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ (প্রসীত) এর এই চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। অবৈধ চাঁদা সংগ্রহের জন্য তারা অপহরণ, গুম ও হত্যার মত অপরাধ করতে দ্বিধা বোধ করে না। তাই এই চিহ্নিত চাঁদাবাজদের আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
নিরাপত্তাবাহিনী জানিয়েছে, আটকৃতদের যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাদের পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।