পাহাড়ের প্রথম পিসিআর ল্যাব হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে - Southeast Asia Journal

পাহাড়ের প্রথম পিসিআর ল্যাব হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

দেশের শীর্ষ স্থানীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পার্বত্য চট্টগ্রামের প্রথম পিসিআর ল্যাব স্থাপন হতে যাচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে অনুমদন দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কোভিড-১৯ এর অতিরিক্তি মহা-পরিচালক ডা. নাসিমা সুলতানা। বুধবার (১লা জুন) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া এক আদেশে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে পিসিআর ল্যাব স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা গ্রুপের ৬৯ লাখ টাকার চেক রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসার কাছে হস্তান্তর করেন রাঙামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এরপর রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিটি লিখা হয়। চিটি লিখার ৫দিনে মাথায় স্বাস্থ্য অধিদফতরের টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কোভিড-১৯ এর অতিরিক্তি মহা-পরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব স্থাপনের জন্য অনুমতি প্রদান করেন।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, স্বাস্থ্য অধিদফতরের টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কোভিড-১৯ ল্যাব স্থাপনের অনুমদন দিয়েছে। ল্যাব স্থাপনের জন্য জায়গাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ল্যাব স্থাপনের কাজ শুরু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করা হবে। সবার আলোচনা আর মতামতের প্রেক্ষিতে কাজের প্রস্তুতি সম্পন্ন করা হবে।