বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫ জনের দাহ সম্পন্ন - Southeast Asia Journal

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫ জনের দাহ সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে গত ৭জুলাই সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের গুলিতে নিহত ৬ জনের মধ্যে ৫ জনের দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।

গত ৮ জুলাই বুধবার ময়নাতদন্ত শেষে গভীর রাতে পিকআপে করে খাগড়াছড়ি পৌঁছে নিহত জেএসএস এমএন লারমার ৫ নেতাকর্মীর মরদেহ। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দলীয় নেতাকর্মীরা নিহত নেতাদের লাশ শেষবারের মত একবার দেখতে আসেন। পরে নিহতের স্বজনদের কাছে হস্থান্তর করা হয় তাদের লাশ।

জেএসএস (এমএন লারমা)’র এক নেতা জানান, রাত ২ টায় খাগড়াছড়িতে পৌঁছে লাশ। লাশগুলো খাগড়াছড়ির জেলা সভাপতি আরোদ্যাপাল খীসা গ্রহণ করেন। পরে জেলা সভাপতি নিজ নিজ পরিবারের কাছে লাশগুলো হস্থান্তর করেন। ঐসময় জেলা সভাপতি, নেতাকর্মীসহ জেএসএসের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে, যুব সমিতির সদস্য জয় ত্রিপুরা রিপনকে সদরে দাহ করা হয়। এছাড়া বিমল কান্তি চাকমা প্রকাশ বিধু বাবুকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার, উপদেষ্টা কমিটির সদস্য চিংথোয়াইয়াঅং মারমা প্রকাশ ডেভিডকে মানিকছড়ি, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সদস্য রবীন্দ্র চাকমা মিলনকে মহালছড়ি উপজেলার খুলরাম পাড়া এবং ও জ্ঞান ত্রিপুরা দীপেনকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়িতে বৃহস্পতিবার (৯ জুলাই) দাহ করা করা হয়।

এ হত্যাকান্ডের জন্য এমএন লারমা সমর্থিক নেতারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারী জানান।

প্রসঙ্গত, গত ৭ জুলাই মঙ্গলবার সকাল ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজারপাড়ায় জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (এমএন লারমা)’র ৬ নেতাকর্মী নিহত ও গুলিবিদ্ধ হয়ে আহত হয় ৩জন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।