রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান - Southeast Asia Journal

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

কাপ্তাই হ্রদের পাশে অবৈধভাবে ঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন রাঙামাটি জেলা প্রশাসন। গত ১২ জুলাই রবিবার বেলা ১২ টার দিকে শান্তি নগর সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা সুলতানা এই অভিযান পরিচালনা করেন।

এ সময় কাপ্তাই হ্রদ দখল করে একটি টিন সেড বাড়ি ভেঙ্গে দেওয়া হয়। অবৈধ দখলের কারণে নষ্ট হচ্ছে হ্রদের পরিবেশ। বাড়ছে হ্রদ দুষণের ঝুঁকি। এসব দখলদারদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

স্থানীয়রা বলছেন, রাঙামাটি পৌর যুবলীগের ৭ নং ওয়ার্ড কমিটির শীর্ষ দুয়েকজন নেতার নেতৃত্বে এই দখল কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

রাঙামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা সুলতানা জানান, হ্রদ দখল করে বাড়ি নির্মাণের খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আমাদের মূল লক্ষ্য হ্রদে নতুন করে আর কোন স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না এবং পুরনো দখলদারদের উচ্ছেদের ব্যাপারে পরিকল্পনা নেয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।