খাগড়াছড়ির রামগড়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে পৌরসভার ৪নং ওয়ার্ড়ে মাষ্টার পাড়া গ্রামে মোহাম্মদ রুবেল (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার রাত ১১টায় নিজ বাড়ির পেছনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মোহাম্মাদ রুবেল মাষ্টার পাড়ার বাসিন্দা মোহাম্মদ বাদল মিয়া ও মিসেস মনি বেগমের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে স্ত্রী সন্তানদের নিয়ে সোমবার তৈচালা শ্বশুর বাড়ি বেড়াতে যান রুবেল। রাতে শ্বশুরবাড়ির পক্ষের সাথে পূর্বের কিছু বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রাগ করে নিজ বাড়িতে চলে আসেন রুবেল এবং ঘরের পেছনে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে উদ্ধার করে রামগড় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুজ্জামান বলেন, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত‍্যুর মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।