কঠিন চীবর দান উৎসব: বর্মাছড়িতে আর্থিক সহায়তা নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের পাশে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান ‘কঠিন চীবর দান উৎসব’কে কেন্দ্র করে রাজগিরি নিদর্শন ভাবনা কুঠির বৌদ্ধ বিহারে আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের নির্দেশনায় বর্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ তৌহিদুর রহমান পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ভিক্ষুগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ অংশ নেন। অনুষ্ঠান চলাকালে সেনা কর্মকর্তারা স্থানীয় বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় ক্যাম্প কমান্ডার বলেন, কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ অনুশাসনভিত্তিক ধর্মীয় আচার, যা সমাজে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখে। সেনাবাহিনী সামাজিক সম্প্রীতি রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রাখতে সেনাবাহিনীর এমন সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী শুধু নিরাপত্তারক্ষাকারী বাহিনী হিসেবেই নয়, বরং স্থানীয় জনগণের কল্যাণে নিবেদিত এক বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে, যা দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।