পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ভারত–বাংলাদেশ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বিকেলে ৩ বিজিবির বৌদ্ধমনি বিওপির একটি টহলদল সীমান্তের দুর্গম কাঠালতলা এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার ইমদাদুল হকের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ভোক্তাপণ্য জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় বোটকা মদ, স্পার্কেল ভীম সাবান, বিভিন্ন ব্র্যান্ডের পাউডার দুধ, এসি কম্বল, স্টিলের প্লেট, জিরা ও অন্যান্য মসলা, ডারভিন ক্রিম, উপজাতীয় পোশাক ‘থামী’, ওড়না, সিঁদুর, রান্নার করাই, মোমবাতি, লবণ, শ্যাম্পু, সোনালী সুতা, লাক্স সাবান, ঈগল টলিং, কমফোর্ট, সেঞ্চুডিন ও কোলগেট টুথপেস্ট, আলটাব্রাইট স্কিন ক্রিম, ইয়ামি সেভেন ওয়েল, বেস্ট হেলথ টনিক (হারবাল), ওয়ালটন বাটন মোবাইল ও ভারতীয় সিমসহ আরও নানান ধরনের ভোক্তাপণ্য।

বৌদ্ধমনি বিওপির ক্যাম্প কমান্ডার জানান, ৩ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল জোরদার রয়েছে। অবৈধ পণ্য চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, ভারত সীমান্তবর্তী এলাকাজুড়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের পণ্য চোরাচালান একটি উল্লেখযোগ্য সমস্যা হিসেবে বিদ্যমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *