বান্দরবানে পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড - Southeast Asia Journal

বান্দরবানে পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান শহরের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২১ আগষ্ট শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বার্মিজ বিগশপ স্টোর নামক দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে মার্কেট সূত্রে জানা গেছে। এ ঘটনায় পূরবী বার্মিজ মার্কেটে ২২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রা‍য় ২ কোটি টাকা পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাকরিয়া হায়দার জানান, পূরবী বার্মিজ মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই সময় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী কাজ করেছে। তবে তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের ভিত্তিতে আরো কমতে বা বাড়তে পারে।

তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরির্দশন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র ইসলাম বেবী।