৬দিন ধরে আইসিইউতে থাকা ভিকটিমের মামলা তদন্তের নির্দেশ আদালতের - Southeast Asia Journal

৬দিন ধরে আইসিইউতে থাকা ভিকটিমের মামলা তদন্তের নির্দেশ আদালতের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে গত ছয় দিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আইসিইউতে ভর্তি এক ভিকটিমের পক্ষে দায়ের করা মামলা তদন্তের আদেশ দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল হাসান মামলাটি আমলে নিয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জকে ঘটনাটি তদন্ত করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, জেলার মহালছড়ি উপজেলার কালো পাহাড় এলাকার মৃত হয়রত আলীর ছেলে সুরুজ্জামান মামলাটি দায়ের করেছেন। মামলার পিটিশনে তিনি উল্লেখ করেছেন গত ১৯ আগষ্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তাদের একটি গরু প্রতিবেশী মোহাম্মদ আলী ছিদ্দিকের বাড়িতে প্রবেশ করে এবং পুদিনা পাতা নষ্ট করে। বাড়িতে গরু প্রবেশ এবং পুদিনা পাতা নষ্টের অভিযোগে প্রথমে উভয় পক্ষের মাঝে তর্কাতর্কি হয়। বিষয়টি নিয়ে রাতে সালিশ হওয়ার কথা থাকলেও আনুমানিক ৭টার দিকে মোহাম্মদ আলী ও তার ছেলে মো. সোহেলের নেতৃত্বে মোশারফ হোসেন মানিক, আবদুর রশিদ, বানেছা বেগম, রাসেল হামলা চালিয়ে সুরুজ্জামান, পারভেজ ও নুরুল ইসলাম ওরফে লাল মিয়াকে আহত করে। আহতের মধ্যে নুরুল ইসলাম লাল মিয়ার মাথা ফেটে যায় এবং তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনলে মাথায় ১২টি সেলাই দেওয়া হয়। লাল মিয়ার জ্ঞান ফিরে না আসায় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসায় থানায় দরখাস্ত দিয়েছি। কিন্তু থানা মামলা না নেওয়ায় আজ আদালতে এসে মামলা দিয়েছি এবং থানাকে এফআইআর হিসেবে মামলাটি গণ্য করার প্রার্থনা করেছি। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য মহালছড়ি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর আবদুল জব্বার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলাটি তদন্ত করার আদেশের সত্যতা স্বীকার করে বলেন, আদেশ সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।