রোহিঙ্গা গণহত্যা সম্পর্কে জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের তথ্য দিল ফেসবুক - Southeast Asia Journal

রোহিঙ্গা গণহত্যা সম্পর্কে জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের তথ্য দিল ফেসবুক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকা সেদেশের সেনাবাহিনীদের পরিচালিত কয়েকটি ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের তথ্য জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের সরবরাহ করার কথা জানিয়েছে কোম্পানিটি। ফেসবুকের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘এই তদন্ত এগিয়ে চলার সঙ্গে আমরা প্রাসঙ্গিক তথ্য দিয়ে সহযোগিতা করতে থাকব।’ তবে জাতিসংঘ এর আগে জানিয়েছিল, ফেসবুক তাদের কোনো তথ্য দিয়ে সাহায্য করছে না।

জাতিসংঘের প্রধান তদন্তকারী কর্মকর্তা এখন কিছু তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন। মঙ্গলবার তিনি জানান, ‘আমাদের আগের অনুরোধের ভিত্তিতে প্রথম কিছু তথ্য দিল ফেসবুক।’ রাখাইনে হিংসা ছড়ানো বন্ধ করতে এই পেজগুলো ২০১৮ সালে রিমুভ করেছিল ফেইসবুক।

২০১৭ সালের সামরিক অভিযানে দেশটি থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। এরপর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ২০১৮ সালে মিয়ানমারের আন্তর্জাতিক অপরাধের তথ্য সংগ্রহ করতে স্বাধীন তদন্ত প্রক্রিয়া শুরু করে। জাতিসংঘ এর আগে জানিয়েছিল, ফেসবুক তাদের কোনো তথ্য দিয়ে সাহায্য করছে না।

এর আগে, আইসিজেতে মিয়ানমারের নামে মামলা করা গাম্বিয়াকেও ফেসবুক এর আগে তথ্য দিতে অস্বীকৃতি জানায়। দেশটিকে এখন তারা তথ্য দেবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।