থানচিতে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ী আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ অংথুইচিং মারমা(৪৫) নামের এক মাদব ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গত ২৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিন্দু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি থানচি উপজেলায় প্রুসাঅং পাড়াবাসী মৃত: মংশৈথোয়াই মারমা ছেলে। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি দেশীয় চাকু ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে থানচি হতে নৌকা যোগে তিন্দু এলাকায় গমন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধীনস্থ তিন্দুমুখ সিআইও ক্যাম্প হতে বিজিবির একটি টহল দল তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে অভিযান পরিচালনার মাধ্যমে থানচি হতে ছোটমধু গামী ইঞ্জিন চালিত নৌকা তল্লাশী করে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে অাটক করা হয়।
এ বিষয়ে ৩৮বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এ এলাকায় উক্ত অভিযানে এযাবৎ কালে মাদকের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। মাদক চোরাচালান নির্মূল/দমনে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া গ্রেফতারকৃত আসামীকে জিঙ্গাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য থানচি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।