আজ থেকে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ির ৪ টি পর্যটন স্পট - Southeast Asia Journal

আজ থেকে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ির ৪ টি পর্যটন স্পট

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘ ৫ মাস পর ছয় শর্তে খাগড়াছড়ির ৪টি পর্যটন স্পট আজ শুক্রবার (২৮ আগষ্ট) থেকে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। তবে সারাদিনেও পর্যটন কেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি খুব একটা বেশি ছিল না।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, শারীরিক অসুস্থ অবস্থায় ভ্রমণ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করা এবং পর্যটন মন্ত্রণালয়ের বিধান অনুসরণ করতে হবে পর্যটকদের।

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো খুললেও রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র খুলবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। দীর্ঘদিন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় হোটেল মোটেল মালিকসহ পর্যটন সংশ্লিষ্টরা বড় অংকের ক্ষতির সম্মুখীন হন।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।