বাঘাইছড়িতে জমি নিয়ে পাহাড়ি-বাঙালি বিরোধের শান্তিপূর্ণ সমাধান করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার চরুয়াখালী এলাকার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিজিবির রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসানের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায়, লংগদু উপজেলার রাজনগর জোনের অধীনস্থ চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা আজিজুল হক ও জজ মিয়া আদালতের অ্যাফিডেভিটের মাধ্যমে পাহাড়িদের কাছ থেকে জমি ক্রয় করেন। তবে জমি বিক্রয় নিয়ে স্থানীয় পাহাড়িদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, যা পরবর্তী সময়ে সংঘর্ষ ও মামলা পর্যন্ত গড়ায়।
গত ২০ অক্টোবর এ ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয়। পরে ঘটনায় পুলিশ তিনজন বাঙালিকে আটক করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি শান্ত রাখতে উদ্যোগ নেয় বিজিবি। একইসাথে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে নগদ অর্থ, খাদ্য ও বস্ত্র সহায়তা দেয়া হয়।
পরে আজ রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান ও বাঘাইছড়ির ইউএনও আমেনা মারজানের উপস্থিতিতে বেসামরিক প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আজিজুল হক তার ভোগদখলীয় জমিতে বসবাস করবেন এবং জজ মিয়ার ক্রয়কৃত জমির পরিবর্তে বিকল্প জমি ও ক্ষতিপূরণ দেয়া সাপেক্ষে সমঝোতা হয়।
বিচারে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করে জানান, ভবিষ্যতে তারা আর কোনো ধরনের বিরোধে জড়াবেন না। এছাড়া দায়েরকৃত দুটি মামলা আপস করার অঙ্গীকার করেন।
বিজিবির এ নিরপেক্ষ ও মানবিক ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।
রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধান সম্ভব। বিজিবি সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।