বান্দরবান সীমান্ত হতে এক কৃষককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী
 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মো. ইউছুফ নামের এক কৃষককে জোর পূর্বক ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী দেশ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)’র বিরুদ্ধে। গত ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়ির ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। মো. ইউছুফ স্থানীয় ফুলতলী গ্রামের বাসিন্দা।
জানা যায়, সীমান্ত এলাকায় প্রায়ই গরু চড়াতে যান সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী কৃষকরা। প্রতিদিনের মতো সোমবারও দুপুরের পর থেকেই সীমান্তের পাশের জমিতে গরু চড়াচ্ছিলেন কৃষক মো. ইউছুফ। সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতিকালে মো. ইউছুফকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় বিজিপি’র সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানিয়েছেন, তাকে ফেরত আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে। তবে এবিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কোন বক্তব্য পাওয়া যায়নি।
