কক্সবাজারে আবাসিক হোটেল থেকে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা যুবক আটক - Southeast Asia Journal

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাইত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। গত ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কক্সবাজার সদরের সৈকত পাড়া এলাকার হোটেল সী ব্রীজ রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার বিকেলে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন সৈকত পাড়া নামক স্থানে হোটেল সী ব্রীজ রিসোর্ট, রুম নং- ২০৮ এ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে একটি ব্যাগে সাত হাজার পাঁচশত পঞ্চাশ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকৃত রোহিঙ্গা আব্দুর রকিবের পুত্র মোঃ শহীদ (১৮), সিরাজুল মোস্তফার ছেলে মোঃ ফয়েজুল ইসলাম (১৮) ও নুর মোহাম্মদের ছেলে মোঃ আনাস (২০) উখিয়ার কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের লম্বাসীয়া ০৪ রাস্তার মোড় এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগষ্টে মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক নির্যাতনের মাঝে নদী পেরিয়ে পাশ্ববর্তী বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় দেশটির লাখ লাখ রোহিঙ্গা। এরপর রোহিঙ্গা ক্যাম্পে দেশী-বিদেশী এনজিওদের সহায়তায় গড়ে উঠেছে বেশ কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এসব সন্ত্রাসী গ্রুপের সহায়তায় কতিপয় রোহিঙ্গারা মিয়ানমার থেকে নদী পথে প্রায়ই এদেশে বড় বড় মাদকের চালান নিয়ে এসে তা স্থানীয়দের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করে বলে অভিযোগ রয়েছে।